বজ্রপাতে জীবন রক্ষা: নলছিটিতে জন সচেতনতামূলক লিফলেট বিতরণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠি’র নলছিটিতে বজ্রপাত থেকে জীবন রক্ষায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার ১০ জুন, ২০২৫ উপজেলার নাচনমহল, তালতলা, মোল্লারহাট, হদুয়া, ভবানীপুর নতুনহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।

সংগঠনের সভাপতি এসএম রেজাউল করিমের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নেন বরিশাল সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মু. আব্দুর রহিম জমাদ্দার, সংগঠনের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ আল আমীন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, অর্থ সম্পাদক মাহবুব হোসেন, দপ্তর সম্পাদক সুমন হাওলাদার, কার্যকরী সদস্য রিয়াজ হোসেন, নজরুল ইসলাম, মনির খলিফা, হারুন অর রশিদ সহ অন্যান্য সদস্যরা।

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম রেজাউল করিম বলেন, “বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ যা প্রতি বছর অসংখ্য জীবন কেড়ে নেয়। বজ্রপাত থেকে নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা অত্যাবশ্যক। বজ্রপাতের সময় সঠিক সাবধানতা অবলম্বন করলে অনেক বিপদ এড়ানো সম্ভব।”

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা স্থানীয় জনসাধারণের মাঝে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং বজ্রপাত থেকে বাঁচার জন্য ও ক্ষয়ক্ষতি এড়াতে করণীয় সম্পর্কে তাদের উদ্বুদ্ধ করেন। এই উদ্যোগ বজ্রপাতজনিত দুর্ঘটনা কমাতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

  • Related Posts

    মিজান-শিমুলকে সভাপতি-সম্পাদক করে নলছিটিতে শ্রমিক দলের উপজেলা কমিটি গঠন।

    মিজান-শিমুলকে সভাপতি -সম্পাদক করে নলছিটিতে শ্রমিক দলের উপজেলা কমিটি গঠন। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নলছিটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি জেলা শ্রমিক…

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *