সেই কুরবানী

সেই কুরবানী
ডি এম ইব্রাহীম হোসেন

যেমন বাবা তেমন বেটা
কুরবানীতে রাজি,
আল্লাহর আদেশ পালন করতে
রওয়ানা হলেন আজি।
ছুরির নিচে ছেলে শুঁয়ে
বলেন অনুরোধে,
যবেহ-কালে বাবা আপনার
চক্ষু নিবেন বেঁধে।
নইলে মায়া লাগতে পারে
আল্লাহ হবেন নারাজ,
শয়তান হবে মহাখুশি
ধূর্ত সে ধোঁকাবাজ।
হাত-পা আমার বেঁধে নিন
হতে পারে বেয়াদবি,
গায়ে পা লাগে যদি
হয়ে যাবো মহাপাপী।
জামাটি আমার খুলে নিন
দিবেন মায়ের কাছে,
মা জননী বুকে নিলে
দুঃখ যাবে ঘুচে।
বাবা আমার ঠোঁটে ঠোঁট
রাখুন ভালোবেসে,
শেষ চুম্বন দেবো শুধু
যাবো নিরুদ্দেশে।
অবশেষে ছুরি চলে
ধ্বনী আল্লাহু আকবর,
চক্ষু খুলে অবাক সবে
কুরবানী হলো দুম্বার।

কেশবপুর, যশোর, বাংলাদেশ।

  • Related Posts

    বখাটে ছেলে

    বখাটে ছেলে রতন পড়াশোনায় ধার ধারে না মোবাইলে যায় দিন, পড়ার খরচ জোগায় বাবা চালায় দুইটা ঋণ। ঋণের টাকায় ফোন কিনেছে ষোলো জিবি রেম, ফ্রী ফায়ার আর পাবজি খেলে আরো…

    সত্যের পথে

    সত্যের পথে আব্দুল কাদের ন্যায়ের পথে থাকি যেন ন্যায়ের পথে লড়ি, অন্যায় দেই না প্রশ্রয় সত্য পথে চলি। সত্য কথা বলে যে জন সত্যবাদী বলি, সত্যের উপর জীবন গড়ে সুন্দর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *