প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
নানির স্মৃতি

নানির স্মৃতি
শামীমা বেগম
নানির মুখে
ভোরের আলো,
কণ্ঠে তাহার গল্প শুনে
রাত কাটাতাম পুরো।
পুঁথির মত স্মৃতিগুলো
সাজিয়ে রাখতেন মনে,
ছোট্ট আমি ঘুমিয়ে যেতাম
নানির আঁচল-তলে।
নামাজ শেষে তাসবিহ পড়ে
করতেন দোয়া দুহাত তুলে,
রাঙিয়ে দিতেন দিনটা আমার
একরাশ আশীর্বাদে।
চুলে তাঁহার রুপোর রঙ
গলায় স্নিগ্ধ সুর,
তাঁহার স্পর্শে লুকিয়ে ছিল
মায়ের মতো সুখ।
আজও মোর কানে বাজে
তাহার স্নিগ্ধ কন্ঠ স্বর,
শুয়ে আছে কবর মাঝে
দূর থেকে বহুদূর।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক