বিনিদ্র রজনীর শিল্পী

বিনিদ্র রজনীর শিল্পী
জসিম উদ্দিন ইমন

নিঝুম রাতে তারাদের মেলা
নিদ্রাহীন চোখে আঁকে স্বপ্নের ভেলা,
অপূর্ণ সৃষ্টি তারে দেয় ডাক
ছটফট করে মন হৃদয়ে উত্তাপ।
পর্দার ক্যানভাসে আঁকা ছবি
জীবন্ত হবে তার প্রতিটি দাবি,
কাহিনী, চরিত্র, সংলাপের বুনন
কল্পনার গভীরে চলে আলোরন।
ক্লান্ত শরীর তবু ঘুম নেই চোখে
মনের উঠানে শিল্পের তারা নাচে,
প্রেম তার শিল্পের তরে
সৃষ্টির নেশায় হৃদয় মাঝে।
চিন্তার সাগরে ডুবুরি সে যেন
মুক্তা খুঁজে ফেরে প্রতিনিয়ত,
কখনো হতাশা কখনো বা ক্ষোভ
তবু পিছু হটে না জেতার অদম্য লোভ।
ভোরের আলো ফোটে যখন
সৃষ্টির নেশায় সে তখনও মগ্ন,
অপূর্ণতা ঘুচিয়ে পূর্ণ করার সাধ
শিল্পীসত্তার এ এক অবিরাম বাঁধ।

  • Related Posts

    বখাটে ছেলে

    বখাটে ছেলে রতন পড়াশোনায় ধার ধারে না মোবাইলে যায় দিন, পড়ার খরচ জোগায় বাবা চালায় দুইটা ঋণ। ঋণের টাকায় ফোন কিনেছে ষোলো জিবি রেম, ফ্রী ফায়ার আর পাবজি খেলে আরো…

    সত্যের পথে

    সত্যের পথে আব্দুল কাদের ন্যায়ের পথে থাকি যেন ন্যায়ের পথে লড়ি, অন্যায় দেই না প্রশ্রয় সত্য পথে চলি। সত্য কথা বলে যে জন সত্যবাদী বলি, সত্যের উপর জীবন গড়ে সুন্দর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *