প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ
বিনিদ্র রজনীর শিল্পী

বিনিদ্র রজনীর শিল্পী
জসিম উদ্দিন ইমন
নিঝুম রাতে তারাদের মেলা
নিদ্রাহীন চোখে আঁকে স্বপ্নের ভেলা,
অপূর্ণ সৃষ্টি তারে দেয় ডাক
ছটফট করে মন হৃদয়ে উত্তাপ।
পর্দার ক্যানভাসে আঁকা ছবি
জীবন্ত হবে তার প্রতিটি দাবি,
কাহিনী, চরিত্র, সংলাপের বুনন
কল্পনার গভীরে চলে আলোরন।
ক্লান্ত শরীর তবু ঘুম নেই চোখে
মনের উঠানে শিল্পের তারা নাচে,
প্রেম তার শিল্পের তরে
সৃষ্টির নেশায় হৃদয় মাঝে।
চিন্তার সাগরে ডুবুরি সে যেন
মুক্তা খুঁজে ফেরে প্রতিনিয়ত,
কখনো হতাশা কখনো বা ক্ষোভ
তবু পিছু হটে না জেতার অদম্য লোভ।
ভোরের আলো ফোটে যখন
সৃষ্টির নেশায় সে তখনও মগ্ন,
অপূর্ণতা ঘুচিয়ে পূর্ণ করার সাধ
শিল্পীসত্তার এ এক অবিরাম বাঁধ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক