প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
বৃক্ষ রোপণ করি

বৃক্ষ রোপণ করি
মোঃ রজব আলী
আমাদেরই কর্মকাণ্ডে
দূষণ বাড়ে অতি,
সব সচেতন না হলে যে
হবি ভীষণ ক্ষতি।
নিত্য নিত্য বৃক্ষ কেটে
গড়ছে লোকে বাড়ি,
বায়ুমণ্ডল তপ্ত হচ্ছে
বৃক্ষ যাচ্ছে ছাড়ি।
কারখানারই ধোঁয়ার ফলে
দুষিত হয় বায়ু,
রোগ জীবাণু যাচ্ছে বেড়ে
কমছে লোকের আয়ু।
প্লাস্টিকেরই আসবাবপত্রে
জীবন ধারণ করে,
নতুন নতুন রোগের সৃষ্টি
অকালেতে মরে।
বাঁচতে হলে ধরাতলে
বৃক্ষ রোপণ করি,
একটি কেটে দুটি লাগাই
সুখের জীন গড়ি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক