প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
সাদা রঙের মন

সাদা রঙের মন
মোঃ হেলাল আহমেদ
হিংসা বিদ্বেষ নিপাত যাক
মনে ছড়াক আলো,
শান্তি সুখে আমার দেশের
মানুষ থাকুক ভালো।
সবাই থাকুক মিলেমিশে
হাতে রেখে হাত,
বুকের সাথে বুক মিলিয়ে
মহব্বতের সাথ।
সবার মাঝে বিবেক জাগুক
পারস্পরিক সম্মান,
যতই থাকুক মতের বিরোধ
হোক তা সমাধান।
অতীত থেকে শিক্ষাটা হোক
খুঁজে সঠিক পথ,
সবার চেষ্টায় হোক বিনির্মান
উজ্জ্বল ভবিষ্যত।
দুর হোক মনের রোগ বালাই
লোভ অহংকার বধ,
সব মানুষের মন মত হোক
দেশটা নিরাপদ।
চেষ্টা করলে সব পারা যায়
ডিঙানো যায় বাঁধা,
দেশের ভালো করতে লাগে
মনের রঙটা সাদা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক