নলছিটি হাসপাতালের নানা অনিয়ম দুর্নীতি,ইউএইচএফপিওর অপসারণের দাবিতে মানববন্ধন।

নলছিটি হাসপাতালের নানা অনিয়ম দুর্নীতি,ইউএইচএফপিওর অপসারণের দাবিতে মানববন্ধন।

 

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :

 

অচল অপারেশন থিয়েটার,অচল আল্ট্রাসনোগ্রাম,বন্ধ এক্সরে সেবাও,বিদুৎ না থাকলে জরুরি বিভাগের ভরসা মোমবাতি,তীব্র চিকিৎসক সংকটে ব্যহত চিকিৎসাসেবা,সরকারি ওষুধ পেতে হাহাকার,চারদিকে ঝোপঝাড় জঙ্গলে এডিস মশার প্রকোপ,ভর্তি রোগীদের খাবারের নিন্মমান ও কর্মীদের বাজে আচরণ সহ এমন কোনো সমস্যা নেই যা হাসপাতালটিতে নেই।এক কথায় মুমূর্ষু করে রেখেছেন ইউএইচেফপিও।এসব নানান অনিয়মের প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় কমপ্লেক্স সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি ওষুধ সরবরাহে গড়িমসি, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, নিম্নমানের খাবার ও দালালচক্রের দৌরাত্ম্যে স্বাস্থ্যসেবা বিপর্যস্ত।

বক্তারা আরও অভিযোগ করেন, টিকাদান কর্মী নিয়োগে অনিয়ম এবং দীর্ঘদিন একই পদে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীন দায়িত্বে অবহেলা করছেন।

সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য বলেন, “ইউএইচএফপিও নিয়মিত অফিস করেন না,গত তিন চার বছর ধরেই তার অবহেলায় হাসপাতালটি নিজেই নানান সমস্যায় জর্জরিত হয়ে মুমূর্ষু অবস্থা।দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে পরিকল্পিতভাবে বিষক্রিয়ায় হত্যার চেষ্টা করা হয়েছিল।”শিশু মৃত্যুর ঘটনার পরেও বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করতে পারেন নি।ফিল্ম না থাকার অযুহাতে বন্ধ এক্স রে সেবা,নতুন আসা আল্ট্রাসনোগ্রাম মেশিনকে বন্ধ করে ফেলে রেখেছেন নস্ট অযুহাতে।জরুরি বিভাগে নেই বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা।জ্বালানি সংকটের অযুহাতে ঠিকমতো চলে না এম্বুলেন্স সেবা পর্যন্ত।হাসপাতাল পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এই পরিচালক।তিনি হাসপাতালটিকে সম্পূর্ণ ধ্বংস করেছেন কমিশন বানিজ্য চালিয়ে যেতে।আমরা তার দ্রুত অপসারণ চাই।

এ বিষয়ে টিএইচও’র মন্তব্য পাওয়া যায়নি। তবে ঝালকাঠির সিভিল সার্জন জানান, অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধন থেকে হাসপাতালের অপারেশন থিয়েটার, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম চালু, ওষুধ সরবরাহ বৃদ্ধি ও টেস্ট সুবিধা চালুর দাবিও জানানো হয়।

আন্দোলনকারীরা বলেন, “প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার ভরসা এই হাসপাতালকে দুর্নীতিমুক্ত করে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে হবে।”

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *