প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
এইচ.এস.সি’র প্রথম দিনেই নলছিটিতে ১০ শিক্ষক সহ বহিষ্কার ০৩ শিক্ষার্থী

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি: এইচএস সি ২০২৫,প্রথম দিনেই ঝালকাঠির নলছিটিতে ১০ শিক্ষককে অব্যহতি দেয়া হয়েছে এবং ০৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।এর মধ্যে মোল্লারহাট ইউনিয়নের হদুয়া বৈশাখিয়া মাদ্রাসা কেন্দ্রে ৪ জন শিক্ষককে অব্যাহতি ও ২ জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে এবং নলছিটি গার্লস স্কুলে ৬ জন শিক্ষককে অব্যাহতি ও ১ জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।
শিক্ষার গুনগত মান ফিরিয়ে আনতে পরীক্ষার হলগুলোতে কোনো অনিয়ম ছাড় দেয়া হবে না এবং অনিয়ম পেলে সাথে সাথে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।এবং পুরো পরীক্ষা চলাকালীন এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক