চারজন শিক্ষকের উপস্থিত একজন, আরেকজন আসেন সাড়ে দশটায়, দপ্তরীর ব্যস্ততা বাড়ির কাজে

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: নলছিটি উপজেলার ৩৭ নং মধ্য গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের অনুপস্থিতি ও অনিয়মে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় দেখা যায়, ৪ জন শিক্ষকের মধ্যে শুধু সহকারী শিক্ষিকা মোসাঃ সালমা আক্তার উপস্থিত। তিনি ক্লাস ওয়ান ও টু-এর শিক্ষার্থীদের একত্র করে এক কক্ষে ক্লাস নিচ্ছেন। বাকিদের মধ্যে দু’জন ছুটিতে, আরেকজন মোসাঃ মুন্নী আক্তার (নাসরীন) তখনো স্কুলে উপস্থিত হননি।

সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে বিদ্যালয়ে পৌঁছান ওই শিক্ষিকা। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি অসুস্থ ছিলেন। তবে ছুটি নিয়েছেন কি না জানতে চাওয়া হলে কোনো স্পষ্ট উত্তর না দিয়ে এড়িয়ে যান।

নৈশপ্রহরী কাম দপ্তরি মোঃ রিয়াজ হোসেন বিদ্যালয়ের দরজা খুলে বাজারে চলে গেছেন বলে জানান উপস্থিত শিক্ষিকা। ওয়াস ব্লকের কেচিগেট তালাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা সমস্যায় পড়ে। প্রায় ১১টার দিকে শিক্ষার্থীরা নিজেরাই গেটের তালা খুলেন। দপ্তরির এমন অনিয়ম প্রতিদিনের ঘটনা বলে জানান স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন কাজ করানোর মতো অভিযোগ রয়েছে এই দপ্তরীর বিরুদ্ধে।

স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে বলেন, শিক্ষকরা নিয়মিত ক্লাসে থাকেন না। অনেকে হাজিরা দিয়ে বাড়ির কাজে চলে যান। এর ফলে শিক্ষার মানে ধস নামছে, স্কুলে শিক্ষার্থীও কমছে। গ্রামের কোমলমতি শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

প্রধান শিক্ষিকা শাহিনা বেগম বলেন, “আমি ছুটিতে আছি। আমি জানি একজন সহকারী শিক্ষিকা ছুটিতে আছেন, অপরজন কেন সঠিক সময়ে আসেননি এবং দপ্তরি স্কুল চলাকালীন সময়ে ওয়াস ব্লকের তালা না খুলে কীভাবে বাড়ির কাজে বাজারে গেলেন এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানাতেও অনুরোধ করেন।

ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, “বিষয়টি খতিয়ে দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শারমিন আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

  • Related Posts

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) …

    জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *