প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
সউফো সাহিত্য সম্মাননা ২০২৫ (২য় ধাপ) পাচ্ছেন যাঁরা

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত 'সউফো সাহিত্য সম্মাননা ২০২৫ (২য় ধাপ)' প্রদানের জন্য সাহিত্য শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন কবি পাচ্ছেন 'সউফো সাহিত্য সম্মাননা ২০২৫ (২য় ধাপ)'। গত ১৬ জুন ২০২৫ খ্রি. রোজ সোমবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত 'সউফো সাহিত্য সম্মাননা ২০২৫ (২য় ধাপ)' কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মাননা প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। যারা 'সউফো সাহিত্য সম্মাননা ২০২৫ (২য় ধাপ)' এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে: মোঃ দেলোয়ার হোসাইন আখতার (কবি ও সংগীতশিল্পী), মৃধা মুজাহিদুর রহমান পলাশ (কবি ও সংগঠক), মোছাঃ রশিদা খাতুন পারভীন (কবি ও সংগঠক), নাসরীন জাহান (কবি ও আবৃত্তিকার), আয়ানা শাহরিন (কবি ও আবৃত্তিকার)
এই প্রসঙ্গে 'সউফো সাহিত্য সম্মাননা ২০২৫' কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, 'সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জন কবিকে সম্মাননা প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত কবিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।'
উল্লেখ্য যে, নারী উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ, শিক্ষার মান উন্নয়ন, শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চা এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের সাহিত্য শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় 'সউফো সাহিত্য সম্মাননা ২০২৫ (২য় ধাপ)'।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক