প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৯:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
আষাঢ়ের মেঘ

আষাঢ়ের মেঘ
নার্গিস আক্তার
আষাঢ় মাস এলে পরে
মেঘ আসে ধেয়ে,
হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ে
ঝড় আসে বেয়ে।
রুমা ঝুমা ছাতা নিয়ে
বসে বারান্দায়,
হাত বাড়িয়ে বৃষ্টি ধরে
মেতে থাকে খেলায়।
মায়ে ডাকে রমা ঝুমা
বৃষ্টিতে ভিজো না,
জ্বর আসবে কাশি হবে
শুনে না কোন মানা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক