প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৯:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থান

জুলাই অভ্যুত্থান
শিহাব ইকবাল
হঠাৎ দেখি মনের মাঝে
রক্ত অফুরান!
পড়লো মনে এ মাসটা যে
জুলাই অভ্যুত্থান।
স্বৈরাচারের সঙ্গে লড়ে
ঝরলো বিপুল প্রাণ,
পড়লো মনে বাংলা জুড়ে
জুলাই অভ্যুত্থান।
শেখ হাসিনার কুপোকাতে
আসলো খুশির বান,
পড়লো মনে দিনে-রাতে
জুলাই অভ্যুত্থান।
গাইলো সবাই আবার নতুন
স্বাধীনতার গান,
পড়লো মনে জাতির স্বপন
জুলাই অভ্যুত্থান।
আবু সাইদের বুকের রক্তে
দেশ পেয়েছে প্রাণ,
পড়লো মনে জুলুম রুখতে
জুলাই অভ্যুত্থান।
বীর ওয়াসিম,মীর মুগ্ধেরা
করলো জীবন দান;
পড়লো মনে সেরার সেরা
জুলাই অভ্যুত্থান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক