প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:১০ অপরাহ্ণ
দুষ্টুমিতে সেরা

দুষ্টুমিতে সেরা
মোখলেছুর রহমান মন্ডল
সারা গাঁয়ে আমি ছিলাম
দুষ্টুমিতে সেরা,
ক্রিকেট খেলে ভেঙ্গেছিলাম
দাদার ঘরের বেড়া।
রোজ বিকেলে গাঁয়ের মাঠে
খেলতাম গোল্লাছুট,
সুযোগ পেলেই ফল বাগানে
করতাম হরিলুট।
খেলায় হারলে লাগিয়ে দিতাম
ভীষণ গন্ডগোল,
পন্ড করে দিতাম খেলা
বাঁধতো হুলুস্থুল ।
কুল বাগানে ঢিল ছুড়ার পর
খেতাম যখন তাড়া,
দোষী হতো বন্ধু সবাই
কেবল আমি ছাড়া।
আমিই ছিলাম সেই সময়ে
দুষ্টুমিতে সেরা,
সেসব স্মৃতি মাঝে মধ্যেই
কল্পনায় দেয় ধরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক