প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
মিনতি

মিনতি
খুরশিদ আলম
হে মহান প্রভু স্রষ্টা আমার
তুমি যে করুনাময়,
তোমার আলোয় আলোকিত হয়
সারা জগৎময়।
উদ্বত যতো মস্তক-শির
তোমার পদতলে,
তোমার করুনা মহাকাশ ছেপে
সাগর অতল জলে।
হে রহিম তুমি মহা-মহিয়ান
সকল জ্ঞানের শেষ,
একই রুধীরে করিছ সৃজন
সকল জাতি-দেশ।
হে সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা
অসীম শক্তিমান,
আদিল তুমি রাজ্জাক তুমি
তুমিতো রহমান।
ক্ষমা করো সবে পাপ-তাপ যবে
গফুর তুমি মহান,
পুষ্পধামে রাঙিয়ে দাও
সকল আঁধার প্রাণ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক