প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
যেমন ড্রাইবার তেমন গাড়ি

যেমন ড্রাইবার তেমন গাড়ি
মোঃ হেলাল আহমেদ
দেহ নামের আজব গাড়ি
চলে চমৎকার,
ভীষণ পাঁজি মন বাবাজি
গাড়ির ড্রাইভার।
চালায় গাড়ি মন আনন্দে
মর্জি মাফিক মত,
দেখে আর উপভোগ করে
ভবের কীর্তি যত।
মানলে ভালো নিয়ম নীতি
মিলবে পুরষ্কার,
না মানলে তো শাস্তি, কষ্ট
শেষটা অন্ধকার।
ড্রাইভার যেমন ভালোমন্দ
ভাবনার মতিগতি,
তার উপরে নির্ভরশীল হয়
গাড়ির লাভক্ষতি।
দু'আরোহী মালিক পক্ষের
যাঁর এ গাড়িখানা,
লিখতে ব্যস্ত ডায়েরি কলমে
কর্ম, আমলনামা।
চলা দেখলে গাড়ির ড্রাইভার
কেমন বুঝাই যায়,
বাঁচতে হলে বেপরোয়া মনের
শিকল পরাও পায়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক