প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৯:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ১:১২ অপরাহ্ণ
দাখিল পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা

জুবাইর আল হাদী, ঝালকাঠি প্রতিবেদক।। ঝালকাঠির ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদরাসা বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবারও দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত ফলাফল বলছে, এবারের দাখিল পরীক্ষায় ৪২৭ জন ছাত্র অংশগ্রহণ করে।
যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন, অসুস্থতার কারণে একজন অকৃতকার্য হলেও বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। পাসের হার (৯৯.৭৭%) ও এ প্লাস প্রাপ্তির হারে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা এবছরেও মাদরাসা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেছে। মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স - মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদিস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে। প্রতিষ্ঠানের এ সাফল্যে অধ্যক্ষ গাজী মুহম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করেন। সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘এই সাফল্য একান্তই আল্লাহর অশেষ রহমত ও আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক পরিশ্রমের ফল। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক