এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোসাঃ ফাতেমা বেগম, বগুড়া প্রতিনিধি।। “সেবা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১২ জুলাই বগুড়ার শহীদ তিতু মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (অব.) ও সাবেক বিভাগীয় কমিশনার, রাজশাহী। তিনি তার বক্তব্যে বলেন, “এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজসেবার যে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মো. তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার, বগুড়া সদর, জনাব অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টা, এক্সপ্রো ফাউন্ডেশন, জনাব অ্যাডভোকেট সৈয়দ মো. অসিফুর রহমান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ফাউন্ডেশনের আইন উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মো. আবু সিদ্দিক, উপদেষ্টা, এক্সপ্রো ফাউন্ডেশন, অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মোতাহার হোসেন। তিনি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত বোর্ড মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার, প্রোজেক্ট প্রেজেন্টার ও অ্যাসিসট্যান্ট প্রোজেক্ট প্রেজেন্টারগণ এবং সম্মানিত সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনা ও শিশুদের বিশেষ উপস্থাপনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

  • Related Posts

    ডা. জাকির নায়েক পরিচালিত পিস টিভি চালুর আবেদন

    জুবাইর আল হাদী, প্রতিনিধি।। খ্যাতনামা ইসলামী এক্টিভিস্ট- বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ আবার চালুর দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী মো. আশরাফুজ্জামান। রোববার (১৩ জুলাই)…

    বরিশালে এসএসসিতে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

    বরিশাল: এবছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। বরিশাল বোর্ডে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *