ডা. জাকির নায়েক পরিচালিত পিস টিভি চালুর আবেদন

জুবাইর আল হাদী, প্রতিনিধি।। খ্যাতনামা ইসলামী এক্টিভিস্ট- বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ আবার চালুর দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী মো. আশরাফুজ্জামান। রোববার (১৩ জুলাই) এক আইনজীবী এই আইনি নোটিশটি পাঠান।

২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন জাকির নায়েকের অনুসারী ছিল। তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের ভিত্তিতে পিস টিভি বন্ধ করে দেয়া হয়েছিলো। তবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনও বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে। তার সেই ভিডিওতে তিনি আরও জানান, স্যাটেলাইটের মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। পুনরায় যাতে পিস টিভি চালু হয় তার আবেদন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে পারে এটি।

  • Related Posts

    এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মোসাঃ ফাতেমা বেগম, বগুড়া প্রতিনিধি।। “সেবা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১২ জুলাই বগুড়ার শহীদ তিতু…

    বরিশালে এসএসসিতে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

    বরিশাল: এবছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। বরিশাল বোর্ডে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *