প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
‘আমরা ভোলাবাসী’ প্রতিনিধি দলের সাথে সেতু মন্ত্রণালয়ের বিশেষ মতবিনিময় সভা

মো নাইমুর রহমান, ভোলা প্রতিনিধি।। গতকাল সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় সেতু ভবনের সম্মেলন কক্ষে "আমরা ভোলাবাসী" সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব শেখ মইনুদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সেতু বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন অনুবিভাগ), এবং সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘আমরা ভোলাবাসী’ সংগঠনের পক্ষ থেকে আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করে। দীর্ঘ আলোচনায় ভোলার জনগণের ন্যায্য ৬ দফা দাবির যৌক্তিকতা ও তাৎপর্য তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব দাবির প্রতি আন্তরিক একাত্মতা প্রকাশ করেন।
গৃহে গ্যাস সংযোগ:
প্রতিনিধিদল গৃহস্থালি পর্যায়ে গ্যাস সংযোগের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করলে, কর্তৃপক্ষ আইনগত কিছু জটিলতার কথা উল্লেখ করেন। তবে যুক্তিগ্রাহ্য উপস্থাপনার পর বিষয়টি মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য সময় চাওয়া হয়।
ভোলা-বরিশাল সেতু:
জানানো হয়, ভোলা-বরিশাল সেতু প্রকল্পটি দ্রুতগতিতে এগোচ্ছে। বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে এবং আগামী জানুয়ারিতে প্রাথমিক কাজ শুরুর সম্ভাবনা রয়েছে।
মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা:
ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাবনা দাখিল করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে নতুন কোনো মেডিকেল কলেজ হলে ভোলা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
এছাড়া, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে বর্তমানে ২৯ জন চিকিৎসক কর্মরত আছেন। আগামী অক্টোবরের মধ্যে আরও ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে। হাসপাতালের ৮ তলায় ডায়ালাইসিস সেন্টার এবং আইসিইউ/সিসিইউ নির্মাণাধীন রয়েছে। ভোলা-বরিশাল সংযোগে ৩টি নৌ অ্যাম্বুলেন্সও চালুর প্রস্তুতি চলছে।
নদী ভাঙন ও অবকাঠামো উন্নয়ন:
ভোলার নদীভাঙন রোধে টেকসই বেরিবাঁধ নির্মাণ এবং একটি ৩৫-৪০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ প্রকল্প নিয়ে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করেছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়:
ভোলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে। আলোচনায় জানানো হয়, ভোলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভাব্য শীর্ষ অবস্থানে রয়েছে।
সভায় ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে সরকারের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। প্রতিনিধি দল সরকারের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন এবং উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক