সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৯ম ধাপ) পাচ্ছেন যাঁরা

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৯ম ধাপ)’ প্রদানের জন্য নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন নারী পাচ্ছেন ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৯ম ধাপ)’। অদ্য ১৩ জুলাই ২০২৫ খ্রি. রোজ রবিবার বিকাল ০৫:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৯ম ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। যারা ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৯ম ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে: নাজমা পারভীন সিমু (নারী উদ্যোক্তা); রহিমা লীনা (নারী উদ্যোক্তা); তামান্না তামু (নারী উদ্যোক্তা); মিনা সরকার (নারী উদ্যোক্তা); স্নিগ্ধা অধিকারী (নারী উদ্যোক্তা);

এই প্রসঙ্গে ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৯ম ধাপ)’ কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জন নারীকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৯ম ধাপ)’

  • Related Posts

    “বাংলাদেশের বদলে যাওয়া নারীর স্বপ্ন” গল্পগ্রন্থের “সেরা গল্প লেখিকা ২০২৫” নির্বাচিত হলেন যাঁরা

    সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত এবং এস এম দেলোয়ার জাহান সম্পাদিত “বাংলাদেশের বদলে যাওয়া নারীর স্বপ্ন” যৌথ গল্পগ্রন্থে যেসকল নারী উদ্যোক্তা গল্প লেখা জমা দিয়েছেন, তাদের গল্প লেখা জমার উপর…

    সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (১০ম ধাপ) পাচ্ছেন যাঁরা

    সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (১০ম ধাপ)’ প্রদানের জন্য সাংবাদিকতা ও নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন নারী পাচ্ছেন ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (১০ম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *