নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই শহীদ ও আহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি।। ১৯ জুলাই ২০২৫ জুলাই-আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন গণআন্দোলনে শহীদ সকল ব্যক্তির আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ শনিবার এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ রাকিব, হিমেল, জুবায়ের, রাতুলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। ছাত্রনেতারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য উদাহরণ। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রামে তাঁদের অবদান চিরস্মরণীয়। তাঁরা এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি, অগ্রগতি ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্যও দোয়া করা হয়।

  • Related Posts

    ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া

    স্থানীয় প্রতিনিধি, ভোলা।। ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া। গত ১২-১-২০২৬ ইং তারিখে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ অংশগ্রহণ করেন হিয়া।…

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম।

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : আজ ১১ই জানুয়ারি’২৫, রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইসলামী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *