প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৫, ৫:৩০ পূর্বাহ্ণ
পাগলিনীর বেশে

পাগলিনীর বেশে
মোঃ রজব আলী
এই যে ধরা মায়ায় গড়া
কি করে বুক বাঁধেন?
সন্তান হারা মাতা যারা
স্মরণ হলেই কাঁদেন।
খালি ঘরে খাঁ খাঁ করে
কাঁদেন সন্তান দুখে,
দিবারাতি ক্রন্দন সাথী
এই ধরণীর বুকে।
মা জননী নয়নমণি
ভাসেন অশ্রু জলে,
দুঃখ মনে সর্বক্ষণে
উঠে জ্বলে জ্বলে।
দীন দুখিনী অভাগিনী
ব্যথায় বুকটি ভরা,
সন্তান দুখে কষ্ট বুকে
তাদের জীবন গড়া।
দুঃখ সাথি দিবস রাতি
পাগলিনীর বেশে,
অতি দুখে ভবের বুকে
ঘুরেন নানান দেশে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক