প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৫, ৬:২৪ পূর্বাহ্ণ
জুলাই গনহত্যায় শহীদ সেলিম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে নলছিটিতে ছাত্রদলের উদ্যোগে দোয়া মোনাজাত

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।। ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নলছিটি উপজেলা,শহর ও সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়।
১লা আগস্ট শুক্রবার শহীদ সেলিম তালুকদারের নিজ বাড়ির তালুকদার বাড়ির মসজিদে বাদ এশা এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার,নলছিটি উপজেলা বিএনপির সহ্ সভাপতি এনায়েত করিম মিশু, শহর বিএনপির সিনিয়ার সহ-সভাপতি মোঃ সরোয়ার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা,স্বেচ্ছাসেবক দলের নেতা পারভেজ খন্দকার,যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রনি তালুকদার,যুগ্ন আহবায়ক ফয়সাল শিকদার , সদস্য সচিব সাব্বির আহমেদ, সদস্য মোঃরুবে সদস্য, রাকিব হোসেন নলছিটি সরকারি ডিগ্রী কলেজের আহবায় মোঃ রাকিব গাজী,যুগ্ম আহ্বায়ক সজল খলিফা সদস্য সচিব মোঃ হিমেল।
পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রাছেল হাওলাদার রাজিব মালো ফিরুজ ইমন,ছাত্রদল নেতা সোহেল, রাকিব,রাতুল গাজী, ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। এসময় শহীদ সেলিম তালুকদার সহ জুলাই গন অভ্যুত্থানে নিহদলের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক