প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৫, ৭:১২ পূর্বাহ্ণ
ভুল শুধরে নাও

ভুল শুধরে নাও
আব্দুল কাদের
ভুলের থেকে শিক্ষা নিয়ে
সবাই চলি মিলে,
ভুলের ক্ষতি গুনতে হবে
শুধরে না ভাই নিলে।
মরণ যখন আসবে কাছে
ঝরবে চোখে পানি,
মরণ থেকে কে তোমারে
করবে মুক্ত জানি ?
এমন জীবন করো গঠন
যাবার কালে হাসবে,
তোমার জন্য পৃথিবীটা
দুচোখ ঝরে কাঁদবে ।
ন্যায়ের পথে মেলে ধরো
তোমার জ্ঞানের বাতি,
তবেই হবে সত্য সুন্দর
জীবন তোমার জ্যোতি ।
ভুলের পথে চলছে যেজন
করছে জীবন নষ্ট,
দুই দিন পরে যাবে ছেড়ে
পাবে জীবন কষ্ট ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক