প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৫, ৭:১১ পূর্বাহ্ণ
নলছিটিতে বিএনপির ৫ আগষ্টের বিজয় দিবস উদযাপন

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।। স্বৈরাচার পতনের প্রথম বার্ষিকী ঝালকাঠির নলছিটিতে বিজয় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার( ৫ আগষ্ট) সকাল দশটায় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন’র একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে নলছিটি পৌর ভবনের সামনে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক