প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
লোকশিল্প পন্য এতদিন অবহেলিত ছিলো, বিএনপি তা আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চায়-ডা:জিয়া হায়দার।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বিশ্ব ব্যাংকের সাবেক পুষ্টিবীদ ডা:জিয়া হায়দার স্বপন নলছিটির দপদপিয়া প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও সুধি সমাবেশে অংশগ্রহণ করেন।
০৯ আগস্ট শনিবার ঝালকাঠির নলছিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক পুষ্টিবীদ ডা:জিয়া উদ্দীন হায়দার। এসময় তিনি দপদপিয়া প্রতিবন্ধী বিদ্যালয়,মোল্লারহাট ইউনিয়নের শীতলপাটি শিল্পের পাটিকরপাড়া,ঐতিহ্যবাহী হদুয়া দরবার শরীফ,মোল্লারহাট ইউনিয়নের খৃষ্টানপল্লী,চার্চ ও মৃতশিল্প এলাকা পরিদর্শন করেন।
এসময় দপদপিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের ও অভিভাবকদের মাঝে মতবিনিময় সভায় তিনি বিএনপি ঘোষিত ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ দফা সাস্থ্য,শিক্ষা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে রাস্ট্রের মূল ধারায় সংযুক্ত ও উৎপাদনমূখী হিসেবে প্রতিষ্ঠিত করতে বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরেন। মতবিনিময় শেষে দপদপিয়া ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে এক সুধি সমাবেশেও অংশগ্রহণ করেন এবং তার বক্তব্যে বিএনপির পরিচ্ছন্ন রাজনীতির নতুন দর্শনকে তুলে ধরেন।
এছাড়াও পাটিকরপাড়ার অন্য এক সমাবেশে তিনি বলেন এতোদিন লোকশিল্প পন্য অবহেলিত ছিলো,বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে আমাজন,আলিবাবার মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে দেশীয় লোকশিল্প পন্য বিশ্ববাজারে তুলে ধরার পরিকল্পনা হাতে নিয়েছে যাতে এই শিল্প ঘুরে দাড়াতে পারে এবং সরকার গঠনের এক বছরে এক কোটির বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
এসময় দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাস্তুহারা দলের কেন্দ্রীয় সভাপতি অহিদুল ইসলাম বাদলের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ও সাবেক জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন,জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা আ:সবুর কামরুল,জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জনাব তুহিন,জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট আনিসুর রহমান,ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার,নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,সদস্য সচিব সাইদুল কবির রানা,উপজেলা শ্রমীক দলের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক জাকির গাজী,নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি,ছাত্রদল নেতা আদিফ হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমদ,হিরা,হিরন সহ অন্যান্য নেতাকর্মীরা।
মোহাম্মদ ইকবাল হোসাইনের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক,আতিকুর রহমান কাজল,রুহুল আমিন সহ ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,প্রবীণ মুক্তিযোদ্ধাবৃন্দ,ইউনিয়ন যুবদল নেতা ফেরদৌস হোসেন,ইউনিয়ন ছাত্রদল নেতা নাইম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও মোল্লারহাট ও রানাপাশা ইউনিয়ন পরিদর্শনকালে সেখানে আয়োজিত সুধি সমাবেশে অংশগ্রহণ করেন মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম,রানাপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,সুবিদপুর,কুশঙ্গল,মোল্লারহাট ইউনিয়ন সহ অন্যান্য এলাকার বিএনপি নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক