প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ
নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নলছিটি, ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটি উপজেলার ৫০ নং কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম হোসাইনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ৩১ জুলাই নলছিটি উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর ব্যবস্থা গ্রহণের দাবিতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকার স্থানীয়রা।কিন্তু অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ কোনো ধরনের নিয়মনীতি না মেনে প্রধান শিক্ষক তার ইচ্ছেমতো স্কুল চালাচ্ছেন। নিজের মতো করে আসেন বিদ্যালয়ে, ছুটিও দেন ইচ্ছে মতো। কয়েকজন শিক্ষক আসেন ১০-১১টার দিকে। বিদ্যালয়ে এসে কোনো রকমে দু-একটি ক্লাস নেন। এরপর বাড়ি চলে যান তারা।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা, আবু তাহের গাজী, আনসার হাওলাদার, রাহিমা বেগম বলেন, প্রধান শিক্ষক সেলিম বিভিন্ন সময় স্কুলের উন্নয়নের কথা বলে সরকারি টাকা আত্মসাৎ,তাছাড়া প্রায়ই বিদ্যালয়ে আসেন না। সহকারী শিক্ষক মো. ফেরদৌস ও আরেক সহকারী শিক্ষক শান্তা নিয়মিত ক্লাস করান না।নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বলেন,আমরা তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠিয়েছি তারা ব্যবস্থা নিবেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদার বলেন,আমি অফিসের বাহিরে রয়েছি। অফিসে গিয়ে বিস্তারিত বলতে পারব।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক