প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৫, ৩:৫১ পূর্বাহ্ণ
ব্যর্থ প্রেম

ব্যর্থ প্রেম
মোখলেছুর রহমান মন্ডল
যাকে ভালোবেসে ছিলাম
হৃদয় উজাড় করে,
বউ বানিয়ে তাকে শেষে
আনতে পারিনি ঘরে।
আমি বেকার বিয়ের জন্য
হচ্ছিল তাই দেরি,
চাকরীজীবি ছেলে পেয়ে
গেল আমায় ছাড়ি।
ছ'মাস পরে দেখা হলে
কানেকানে বলে,
সুখী হতে পারেনি সে
যাননি আমায় ভুলে।
চোখের কোনে জমেছে কালি
গড়িয়ে পড়ছে পানি,
আমার হৃদয়ে জ্বলছে তখন
ব্যর্থ প্রেমের গ্লানি।
পাঁচ বছর পর দেখা হলে
ফুঁপিয়ে কেঁদে বলে,
আমি ঠকিনী ঠকেছে সে
সুখ নাই তাঁর কপালে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক