প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৫, ৩:৪১ পূর্বাহ্ণ
রাগ

রাগ
শুভ্র দেবনাথ
রেগে গেলে হেরে যাবে
সকল কাজে ভবে,
ধৈর্য্য ধরে লেগে থাকলে
সফল হবেই হবে।
রাগ মানুষকে ধ্বংস করে
রাগে করে নিঃস্ব,
রাগকে কেন্দ্র করেই চলছে
যুদ্ধ সারা বিশ্ব।
রাগ যে মোদের সংসার ভাঙ্গে
সম্পর্ক হয় নষ্ট,
অতি রাগে দুঃখ বারে
আরও বারে কষ্ট।
রাগে ভাঙ্গে সাধন ভজন
ভাঙ্গে অঙ্গিকার,
রাগের মাথায় আপন মানুষ
করে অস্বীকার।
রাগে হয় খুব কাছের বন্ধু
শত্রুয় পরিণত,
রাগে দুরত্ব বাড়তে
থাকে অবিরত।
রাগে মানুষ যায় যে হয়ে
জ্ঞান শূন্য হিনা,
তাই সকলের অধিক বেশি
রাগ করিতে মানা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক