ঝালকাঠিতে যাতায়াতের পথ আটকে টিনের বেড়া দিলো প্রতিপক্ষরা,থানায় অভিযোগ।

নলছিটি প্রতিনিধি।। ‎ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকায় বসতবাড়িতে প্রবেশের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ‎অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণকাঠি দত্তবাড়ি সড়কের বাসিন্দা মো. আরিফুর রহমান (৩৪) রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঝালকাঠি থানায় হাজির হয়ে প্রতিবেশী জাকির হোসেন (৫৪) ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিবাদীরা তার নির্মাণাধীন ভবনের মালামাল চুরি করে আসছিল। সিসিটিভি ফুটেজ দেখানোর পর থেকেই তাদের সঙ্গে বিরোধ শুরু হয়। ওই বিরোধের জের ধরে বিবাদীরা তাকে ও তার পরিবারকে একাধিকবার খুন–জখমের হুমকি দিয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, রবিবার সন্ধ্যা সাতটার দিকে জাকির হোসেন ও নাজমা বেগম রাস্তার উপর বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেন। বাদী বিষয়টি জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় বাদী ও তার পরিবারকে মারধরের জন্য উদ্যত হন। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে। ‎এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন বলেন, আমরা কোনো অবৈধভাবে রাস্তা দখল করিনি। ওই জায়গা আমাদের পারিবারিক সম্পত্তি। জমি নিয়ে ভুল বোঝাবুঝির জের ধরেই আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে শালিস বসিয়ে সমাধান করা যেতে পারে।

  • Related Posts

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) …

    বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন এক একটি মৃত্যুর ফাঁদ

    মোঃ রিসালাত মীরবহর।। বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন তৈরি হয়েছে এক একটি মৃত্যুর ফাঁদ। নগরীর বিভিন্ন ব্যাস্ততম সড়কের এসব পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুল,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *