প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৫, ১:২০ অপরাহ্ণ
নেশার টাকা না দেওয়ায় নলছিটিতে বাবাকে কুপিয়েছে মাদকাসক্ত ছেলে

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে নেশা করার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান(৬৫) নামের এক ব্যবসায়ীকে তার মাদকাসক্ত বখাটে ছেলে জুয়েল (২৫)কুপিয়ে জখম করেছে। ১৯ আগস্ট মঙ্গলবার ভোররাত সোয়া ৪( চার)টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আবদুস সোবাহানকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আব্দুস সোবাহান বৈশাখিয়া বাজারে ব্যবসা ( রেস্টুরেন্ট)করেন। দোকান সংলগ্ন এলাকায় তার বাড়ি। অভিযুক্ত জুয়েল ঘটনার পরপরই পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বখাটে জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করত। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় জুয়েল তার বাবাকে টাকার জন্য চাপ দেয়। কিন্তু তিনি টাকা দিতে রাজি হননি। এ নিয়ে বাবা- ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল ঘর থেকে চলে যায়। এবং সারারাত বাইরে কাটায়। মঙ্গলবার ভোর রাতে ফজরের নামাজের জন্য ওঠেন ওই ব্যবসায়ী। এবং অজু করতে বাইরে যাওয়ার জন্য ঘরের দরজা খুলেন। এ সময় জুয়েল ঘরে ঢুকে তার বাবার কাছে ফের টাকা চায় । টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে তার বাবাকে কুপিয়ে জখম করে । এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো. খোকন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকাসক্ত জুয়েল ইতোপূর্বে কয়েকবার নেশা করার জন্য টাকা না দেওয়ায় তার বাবাকে মারধর করেছে। জুয়েলের বাবা ব্যবসায়ী আব্দুস সোবাহান তার কাছে (নালিশ)অভিযোগও করেছিলেন। অভিযোগ পেয়ে তিনি জুয়েলকে শাসিয়ে ছিলেন। এমনকি পুলিশ দিয়ে ভয় ভীতি দেখিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক