নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নলছিটি পৌর শাখার ১ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। নলছিটি পৌর শাখার স্বেচ্ছাসেবক দল আহবায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খান স্বাক্ষরিত শুক্রবার(২২ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে মো: রাসেল হাওলাদার কে আহবায়ক ও মো: সোহাগ হাওলাদার কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। নতুন কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম আরও সক্রিয়ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এর আগে গত শনিবার কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

পৌর কমিটির নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় নির্দেশনা মেনে যে সকল ওয়ার্ডের কমিটি দেয়া হয়নি সেগুলো দ্রুত দেয়ার নির্দেশ পালন করে নলছিটি পৌরসভার সবশেষ এক নং ওয়ার্ডের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

  • Related Posts

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) …

    বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন এক একটি মৃত্যুর ফাঁদ

    মোঃ রিসালাত মীরবহর।। বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন তৈরি হয়েছে এক একটি মৃত্যুর ফাঁদ। নগরীর বিভিন্ন ব্যাস্ততম সড়কের এসব পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুল,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *