প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
নিঝুম রাত্রি

নিঝুম রাত্রি
মোহাম্মাদ নাঈম কাকন
ভাবনার প্রকৃতি ঘনকালো
ঐ রাত্রি বড্ড গাঢ় নিঝুম,
চারিদিক বড় নিস্তব্ধ
জেগে আছি একা র্নিঘুম।
ভাবনাকে করে সঙ্গী
স্মৃতির প্রেমাডোরে জব্ধ,
আকাশ ছোঁয়া মন আছে
আমার এ-বুকে অসীম,
নদীর মত স্বপ্ন আছে
ভালবাসা ঝলসানো প্রদীপ।
তোমার সব কিছু মেনে নিবো
করবোনা কোন শব্দ,
বিশাল সাগর মন আছে
একটু পরক্ষ করে যাও,
উঁচু পাহাড় স্বপ্ন আছে
যদি মনটা তুমি দাও।
তোমার জন্য মরতে পারি
জ্বলে পুড়ে হয়ে দগ্ধ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক