প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
মানুষ সর্পের ছোবল

মানুষ সর্পের ছোবল
শুভ্র দেবনাথ
মানুষ শুধু স্বার্থের টানে
কাছে আসে কেবল,
সুযোগ পেলে সর্প হয়ে
মারে শুধু ছোবল।
মানুষ খুবই নিষ্ঠুর প্রাণী
এইনা মহাবিশ্বে,
সর্পের চেয়েও বিশেষ বিষে
এগিয়ে আছে শীর্ষে।
সর্প ছোবল মারার আগে
নিজের ফনা তুলে,
মানুষ সর্প ছোবল মারে
সব সম্পর্ক ভুলে।
সর্প ছোবলের বিষ নামাতে
রয় ডাক্তার কবিরাজ,
মানুষ সর্প ছোবল মারলে
হয় অশান্তির বিরাজ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক