প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ
সত্যের পথে

সত্যের পথে
আব্দুল কাদের
ন্যায়ের পথে থাকি যেন
ন্যায়ের পথে লড়ি,
অন্যায় দেই না প্রশ্রয়
সত্য পথে চলি।
সত্য কথা বলে যে জন
সত্যবাদী বলি,
সত্যের উপর জীবন গড়ে
সুন্দর জীবন গড়ি।
মিথ্যা কথা বলে যে জন
মিথ্যাবাদী বলি,
মিথ্যাবাদী আমরা যেন
সবাই ঘৃণা করি।
সত্যবাদী আমরা যেন
ঠিক মূল্যায়ন করি,
ন্যায়ের পথে সবসময়-ই
অটল- দৃঢ় থাকি।
অন্যায় কারে প্রশ্রয় দিলে
জীবন হয় বিষ ময়,
অন্যায় থেকে দূরে থাকি
তবেই শান্তি হয়।
মনের ভিতর সত্য থাকলে
জীবন হয় উদ্ভাস,
সত্য পথের আলো ধরেই
খুঁজে পাই বিশ্বাস।
চলার পথে ন্যায়-অন্যায়
দুটি পথই খোলা,
ন্যায়ের পথে চললে মোরা
মন থাকে না ঘোলা ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক