নলছিটিতে বসত ঘরের পাটাতন থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে মণি আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। একই দিন (শুক্রবার)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনি তাদের বসত ঘরের দোতলার পাটাতনের ওপর আড়ার সঙ্গে সাইড ব্যাগের কালো রংয়ের ফিতা দিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যদের দাবি। সে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল বলেও দাবি তাদের। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।
মণি ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে খুলনা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, স্কুলছাত্রী মনি তাদের বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা দাবি করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এব্যাপারে একটি অপমৃত্যু (ইউ ডি) মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক