নলছিটিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

নলছিটিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ শে সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। সভার শুরুতে সভাপতি পূজা উদযাপন উপলক্ষে সরকারি দিক-নির্দেশনা তুলে ধরেন।

বক্তব্য রাখেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস ছালাম, নলছিটি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার মো:নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো: অনিচুর রহমান হেলাল) খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেলিম গাজী, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক বাংলাদেশের খবর এর নলছিটি উপজেলা প্রতিনিধি মো: শাহাদাত হোসেন মনু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ সজ্জন, অ্যাডভোকেট তপন রায় চৌধূরী, এনসিপি সভাপতি জহিরুল ইসলাম, সেচ্ছাসেবক নেতা মো: সাদাত আলম, ছাত্রদের পক্ষ থেকে সাথী আক্তার প্রমুখ।

এ সময় সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে উপজেলার ২০টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, নলছিটি প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ বছর নলছিটি পৌর শহরের ৩টি সহ উপজেলায় মোট ২০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।

  • Related Posts

    ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া

    স্থানীয় প্রতিনিধি, ভোলা।। ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া। গত ১২-১-২০২৬ ইং তারিখে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ অংশগ্রহণ করেন হিয়া।…

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম।

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : আজ ১১ই জানুয়ারি’২৫, রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইসলামী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *