নিউইয়র্কে আকতার হোসেনের উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার যুক্তরাস্ট্র সফরে নিউইয়র্কে সফরসঙ্গীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন ও দলটির শীর্ষ নেত্রী ডা:তাসনিম জারার উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল পাচটায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলার নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা রাস্ট্রীয় অতিথি হিসেবে সফরে যাওয়া এনসিপি এবং বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের উপর আক্রমণের তীব্র নিন্দা জানান এবং পুরো কনস্যুলেট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলার প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না,যুগ্ম সমন্বয়কারী যুবায়ের হোসেন,যুগ্ম সমন্বয়কারী রাইয়ান সায়ান,তারেক হোসেন,সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মো: আজাদ রহমান,এনসিপি নেতা মহিউদ্দিন কালু মিয়া,বালী তূর্য,লাভলু ব্যাপারী,মো:মিন্টু,মো:আশিক,মো:রমজান হোসেন,আমিনুল ইসলাম সহ নলছিটি,রাজাপুর ও কাঠালিয়া উপজেলার নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক