ঝালকাঠিতে তারেক রহমানের পক্ষ থেকে পূজায় অনুদান দিলেন সাবেক সংসদ সদস্য ইলেন ভূট্টো।
বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠি ও নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজামন্ডপগুলোতে আর্থিক অনুদান দিয়েছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। বুধবার রাতে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় হিন্দুধর্মাবলম্বিদের সঙ্গে কুশল বিনিময় করেন সাবেক এ সংসদ সদস্য। পরে মন্ডপগুলোতে হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন করেন তিনি। এতে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তৌহিদ আলম মান্না, সদস্যসচিব সাইদুল কবির রানা, যুবদল নেতা জিয়াউল কবির মিঠুসহ দলীয় নেতাকর্মীরা। ইলেন ভূট্টো পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।
ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলেন ভূট্টো বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই একটি জননপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়েছে। এ দলের মধ্যে কোন সন্ত্রাস ও চাঁদাবাজ নেই। তাই পূজায় তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা মন্ডপগুলো পাহারা দিচ্ছে। হিন্দু আর মুসলমানের মধ্যে কোন বিরোধ নেই, আমরা একই বৃত্তে দুটি ফুল। বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে আরো সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করা হবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক