রাজাপুরে রাস্তায় কচুগাছ রোপণ করে প্রতিবাদ মধ্য উত্তমপুর তালতলা বাজার সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন।
বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি, চল্লিশ কাহনিয়া মৃধাবাড়ি হয়ে প্যাদাবাড়ি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মাটির কর্দমাক্ত রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তালুকদার বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে বীজতলা ও কচুগাছ রোপণ করে এলাকাবাসী তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন চল্লিশ কাহনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বেল্লাল হোসেন, আফজাল হোসেন, উত্তমপুর গ্রামের রাসেল, জলিল মৃধা, সুমন এবং খলিলুর রহমান মৃধা।
বক্তারা বলেন, “বিগত বহু বছর ধরে এই সড়কটি মেরামত বা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ কারনে চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালেক কলেজ, বালিকা বিদ্যালয়, নুরানি মাদ্রাসাসহ অন্তত ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চল্লিশ কাহনিয়া ও উত্তমপুর এ ২ গ্রামের ২ হাজারের বেশি মানুষসহ রোগীদের ভোগান্তির শেষ নেই। তাঁরা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক