নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ।

নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ।

 

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসী দিয়ে এক পরিবারের জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে ইদ্রিস হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মগর ইউনিয়নের ডুবিল এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, গত (২৮ সেপ্টেম্বর) বিজ্ঞ নলছিটি সহকারী জাজ আদালত ঝালকাঠি উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কাজ থেকে বিরত থাকতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন।থানার এসআই এম হাসান বিবাদীদের নোটিশ পরে শুনান এবং আদালতের আদেশ মেনে চলতে বলেন।

গত শুক্রবার সকালে বিবাদী মোঃ ইদ্রিস হাওলাদার এলাকার প্রভাবশালী একদল সন্ত্রাসীদের দিয়ে জমি দখল করে সীমানা প্রাচীর ও বেড়া নির্মাণ করেন।

মামলার বাদী মোঃ ইউসুফ আলী জানান, তিনি ক্রয় সূত্রে ডুবিল মৌজায় এসএ ১২৬ নং খতিয়ানভুক্ত এসএ ৫৬১/৫৬২ দাগের বর্তমান বি এস ৬০৪/৮৫৯ নং দাগে ৬ শতাংশ জমির মালিক হয়ে বাড়ির পশ্চিম পাশের জমিতে মাটি ভরাট ও গাছপালা রোপণ করে ১২ বছর ধরে ভোগদখলে আছেন। কিন্তু বিবাদীর কিছুদিন থেকে অন্য দাগের পরিত্যক্ত জমিতে ভোগ করতে বলে। পরে জমিটি নিয়ে ঝালকাঠি আদালতে মামলা করি। আদালত গত (২৮ সেপ্টেম্বর-২৫) তারিখ নিষেধাজ্ঞা আদেশ দেন এবং ওই আদেশ এখনো বহাল রয়েছে। বিবাদী মোঃ ইদ্রিস হাওলাদার ও আব্দুল কুদ্দুস (লেলিন) সহ একদল ভাড়াটে সন্ত্রাসী এনে সশস্ত্র অবস্থায় দাঁড় করিয়ে প্রথমে পিলার পুতে,বেড়া নির্মাণ করে কয়েকটি গাছ রোপণ করেন।

অভিযুক্ত ইদ্রিস হাওলাদার বলেন, এলাকার গন্যমাণ্য ব্যক্তি ও সালিসদার নিয়ে আমার জমি বুঝে নিয়েছি।তিনি দুই দাগে ৬ শতাংশ জমি কিনেছেন। বিরোধীয় দাগে ২.৫০ শতাংশ আর অন্য দাগে ৩.৫০ শতাংশ অন্য জমি ক্রয় করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড় পূর্বক জমি দখলের খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শান্তি শৃঙ্খলা ভঙ্গ হলে পুলিশ কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করবে।

  • Related Posts

    ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া

    স্থানীয় প্রতিনিধি, ভোলা।। ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া। গত ১২-১-২০২৬ ইং তারিখে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ অংশগ্রহণ করেন হিয়া।…

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম।

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : আজ ১১ই জানুয়ারি’২৫, রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইসলামী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *