নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের সচেতনতা সভা অনুষ্ঠিত।
বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইলিশ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় শুক্রবার ০৩ অক্টোবর সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নলছিটি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের আয়োজনে এ সচেতনতা সভা আয়োজন করা হয়।
আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে।ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় এই কদিন দেশব্যাপী ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
সচেতনতা সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি,নলছিটি থানা পুলিশের প্রতিনিধি,উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল,বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি,নলছিটি পৌরসভা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এডভোকেট আল আমীন,ব্যবসায়ী ও সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দের শতাধিক জেলে ও মৎসজীবিরা সচেতনতা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ইলিশের প্রজনন বৃদ্ধিতে ও ইলিশ সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ করা না গেলে এক সময় জাতীয় এ সম্পদ ইলিশের অস্তিত্ব এক সময় সংকটে পরে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করে জেলেদেরকে অভিযান চলাকালীন সময়ে নদী থেকে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে সচেতন করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক