

নলছিটিতে রাস্তার ঝুকিপূর্ণ বাকের জঙ্গল পরিস্কারে সেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান।
বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে নলছিটি-দরগাবাড়ি-জুরকাঠি সড়কের তালতলা রাস্তার মোড় থেকে দরগা বাড়ি পর্যন্ত রাস্তার বাকে বাকে দু পাশে ঘন জঙ্গলের কারনে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।প্রয়াসই রাস্তাটির এই অংশে বাকে জঙ্গলের কারনে যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছিলো।
বিষয়টি সেচ্ছাসেবী সংগঠন এবং উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তা পরিচ্ছন্ন অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ০৪ অক্টোবর শনিবার সকাল নয়টা থেকে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, ইসলামি ছাত্র আন্দোলনের একটি সেচ্ছাসেবী টিম এবং অন্যান্য সেচ্ছাসেবীরা এ পরিচ্ছন্নতা অভিযান চালায়।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক লাভলী ইয়াসমিন।এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মুনিরুজ্জামান মনির,ব্যবসায়ী ও সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির,বিডি ক্লিন সমন্বয়ক মারজান খান,মুরাদ হোসেন সহ তাদের টিম এবং ইসলামি ছাত্র আন্দোলন পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম,সহ সভাপতি মাহবুবুর রহমান সহ তাদের একটি সেচ্ছাসেবী টিম।
এছাড়াও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন সমাজকর্মী ও সেচ্ছাসেবী বালী তূর্য সহ প্রায় অর্ধশতাধিক সেচ্ছাসেবী।
স্থানীয় নাগরিক ও রাস্তাটি ব্যবহারকারীরা এ পরিচ্ছন্নতা কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সেচ্ছাসেবীদের এই উদ্যোগের প্রশংসা করেন।