নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন,আল্টাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি।
বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারেশন ও আল্টাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে নলছিটি স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টার এ কর্মসূচি চলাকালে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, সিন্ডিকেট বন্ধ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি জানিয়ে নানা ¯েøাগান দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নলছিটি উপজেলার দুই লাখ মানুষের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ভরসা। এখানে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুইজন। অত্যাধুনিক একটি আল্টসনোগ্রাম মেশিন আনার এক বছরের মাথায় বিকল হয়ে যায়। এখন পর্যন্ত মেশিনটি আর চালু করা হয়নি। এক্স-রে মেশিনটিও ফিল্মের অভাবে মাঝে মাঝে বিকল থাকে। দেড় যুগ ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এছাড়াও অ্যাম্বুলেন্স থাকলেও তেলের অভাবে তা চলছে না। রোগীদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প যানবাহনে। এসব কারণে অতিষ্ট হয়ে উঠেছে রোগী ও তাদের স্বজনরা। তাই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারশেন ও আল্টসনোগ্রাম মেশিন চালুসহ ১০ দফা দাবিতে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, সমাজকর্মী বালী তাইফুর রহমান তুর্য্য, ভলান্টিয়ার্স অব নলছিটির আহবায়ক শাহাদাত আলম ও স্বেচ্ছাসেবী সাথি আক্তার।এসময় তারা জানান দাবি আদায়ের আগ পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলমান থাকবে।যথাযথ কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নের লিখিত রূপরেখা দেয়ার আগ পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।তারা যে দশ দফা দাবি তুলে ধরেছেন সেগুলো হলো
১।যত দ্রুত সম্ভব সকল শূন্যপদে এমবিবিএস চিকিৎসক পদায়ন।
২।বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করানো,অন্তত সপ্তাহে তিন দিন সিজারিয়ান সেকশন চালু করা।
৩।বন্ধ থাকা আলট্রাসনোগ্রাম মেশিন চালু করা
৪।নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ আনানো।
৫।প্যাথলজিতে রক্ত পরিসঞ্চালন,ডেঙ্গু,টাইফয়েড,সেরাম ক্রিয়িটিনিন,লিপিড প্রোফাইল সহ সকল টেস্ট চালু করা এবং রক্তের ক্লাবের অনুমোদন ও হাসপাতালে রুম বরাদ্দ দেয়া।
৬।লোড শেডিং বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের জন্য হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং করা।
৭।অচল সব পানির ফিল্টার সচল করানো।
৮।সরকারিভাবে ভর্তি ও আউটডোরে রোগীদের জন্য সম্ভাব্য সকল ঔষধের ব্যবস্থা করা।
০৯।নিরবচ্ছিন্ন এম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরনে পর্যাপ্ত জ্বালানি তেল বরাদ্দ করন।
১০।সামান্য রোগে বরিশাল রেফার বন্ধ করা এবং রোগীদের সার্বিক হয়রানি বন্ধ করতে হবে।
এসময় নানা বিপ্লবী স্লোগানের পাশাপাশি বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল রাজ্জাক,সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির,সাস্থ্য খাত সংস্কার আন্দোলনের বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক সাথী আক্তার,যুগ্ম আহবায়ক ও সমাজকর্মী বালী তূর্য।
এছাড়াও আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নলছিটি উপজেলার সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী,ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি,গন অধিকার পরিষদের নলছিটি উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া।
এ ব্যাপারে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমস্যাই হচ্ছে চিকিৎসক সংকট। মাত্র দুই জন চিকিৎসক দিয়ে চলছে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স। স্যাকমো ও চিকিৎসা সহকারীরাই বেশি রোগী দেখেন। আল্টাসনোগ্রাম মেশিনটি বিকল হওয়ার পরে মেরামত করতে দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ এখনো তা দেয়নি। এছাড়া সকল সেবার মান ভালো রয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক