নলছিটিতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে আজ ০৮ অক্টোবর বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী,জামায়াতে ইসলামি নেতা মুনিরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি সহ নারী নেত্রী, নারী উদ্যোক্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের জন্য বৈষম্যমুক্ত একটি সমাজ বিনির্মানে গুরুত্ব আরোপ করেন।এবং দেশে কন্যাশিশু তথা নারীদের জন্য শিক্ষা ক্ষেত্র থেকে কর্মক্ষেত্র সর্বত্র নিরাপদ জীবন ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সংগীত পরিবেশন করেন তরুণ শিল্পী আমিনুল ইসলাম সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিভাবান তরুনীরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক