নলছিটির স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন,৭ দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা।

নলছিটির স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন,চারদিন লাগাতার অবস্থান শেষে সাত দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা।

বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে উপজেলা সাস্থ্য খাত সংস্কারের ১২ দফা দাবিতে গত ০৬ অক্টোবর থেকে চারদিন যাবত স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ছাত্র জনতা।চারদিনে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে কয়েক দফা আলোচনা ও বৈঠক শেষে জেলা স্বাস্থ্য দপ্তর ও উপজেলা প্রশাসনের দাবি মেনে নেয়ার আশ্বাসে আপাতত সাত দিনের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে।

১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নলছিটি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শিউলি পারভীনের সাথে ১২ দফা দাবি নিয়ে কথা বলেন আন্দোলনকারীরা।তারা হাসপাতালের নানা অনিয়ম ও সমস্যা তুলে ধরেন।তাদের বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্ভাব্য কিছু দাবির যেগুলো স্থানীয়ভাবে সংস্কার করা সম্ভব সেগুলো বাস্তবায়নে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত কার্যদিবস পর্যন্ত সময় দিতে বলেন,ঝালকাঠির সিভিল সার্জন ডা:হুমায়ূন কবির সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা এতে রাজি হন এবং তাদের চলমান অবস্থান কর্মসূচি আপাতত সাত কার্যদিবস পর্যন্ত স্থগিত ঘোষণা করেন।

এসময় আন্দোলনের মূখ্য সংগঠক সাথী আক্তার,ইমরান হোসেন,মারজান খান,সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির সহ সকল আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে তারা বলেন,আপনারা অবগত আছেন যে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্বাস্থ্য খাতের মূমুর্ষু অবস্থা থেকে সাড়িয়ে তুলতে স্বাস্থ্য খাত সংস্কারের ১২ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলাম।টানা চতুর্থদিনের মতো অবস্থান কর্মসূচি পালনের মধ্যে জেলা সিভিল সার্জন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কয়েক দফা আলোচনা হয়েছে।সর্বশেষ আজ সকালে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা লাভলী ইয়াসমিন মহোদয় এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শিউলি পারভীনের সাথে আমাদের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় আন্দোলনের দাবিসমূহ মানার মৌখিক আশ্বাসের প্রেক্ষিতে আপাতত সাত কার্যদিবসের আল্টিমেটাম দেয়া হয়েছে।সাত কার্যদিবস পর্যন্ত আপাতত আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে।তবে এই সাত দিনে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারলে আমাদের অবস্থান কর্মসূচি ফের চলমান থাকবে এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য যে নলছিটি হাসপাতালের অপরিচ্ছন্নতা সহ নানান অনিয়ম ও বেহাল দশার বিরুদ্ধে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন,অপারেশন থিয়েটার চালু,আলট্রাসনোগ্রাম চালু সহ ১২ দফা দাবিতে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন তারা।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *