
বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত।
বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত আয়োজন করে নলছিটি উপজেলা বিএনপি।
০২ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর নলছিটি কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মোনাজাত আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল,সাবেক কাউন্সিলর সরোয়ার তালুকদার,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো:সুজন খান,পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমদ,সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন নান্নু,আশকার মোর্শেদ খান সুপ্রিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং মসজিদের মুসল্লিরা।
মোনাজাত পরিচালনা করেন নলছিটি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব।
এসময় উপস্থিত সকলে মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।


