
নলছিটিতে ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক মমিন উদ্দীনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে উপজেলার সকল কর্মকর্তা,ইউপি প্রশাসক,চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা,সংবাদকর্মী,রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক মো:মমিন উদ্দীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৮ ডিসেম্বর সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব।
এ অনুষ্ঠানে সুশিল সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পাব্লিক লাইব্রেরীর সভাপতি সহকারী অধ্যাপক সামছুল আলম খান বাহার,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি নাজমুল হায়দার খান বাদল,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি বিজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক আলী হায়দার বাদল,নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস,ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন,সমাজকর্মী বালী তূর্য,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উপজেলা ইসলামি আন্দোলন সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জাকির হোসেন খান,পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র মো:মজিবুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,নলছিটি থানার পুলিশ পরিদর্শক মো:আশরাফ আলী,উপজেলা কৃষি ককর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এসময় বক্তারা নলছিটি উপজেলার বিভিন্ন সমস্যা,সম্ভাবনার কথা তুলে ধরেন।এবং আসন্ন সংসদ নির্বাচন যাতে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন।এছাড়াও এদিন সকালে নলছিটি ভূমি অফিস,নলছিটি থানা ও কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
মতবিনিময় শেষে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ও স্মারক বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক মমিন উদ্দীন।


