প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৬:৪৩ পূর্বাহ্ণ
অবেলার ডাক

অবেলার ডাক
হাসান মাহমুদ
এই অবেলায় কে ডাকে
নীরবে বিষাদে,
দূর আকাশে সূর্য ডোবে
এই অবেলায় দিন কি ফুরাবে?
হৃদয়ভরা ক্লান্তি আজও রয়
ডাকে অজানা কোনো সময়,
স্মৃতির পথে থেমে যাই বারবার
অচেনা সুরে বাজে অন্তরা কার?
এই ডাক কি তাঁরই
যে ডাকে মোর হৃদয় ভারী,
বিরহী প্রাণ কাঁদে সদা
সময়ের ঘোড়া কি যায় বাধাঁ?
তাই দেই সাড়া
পিছে সময়ের তাড়া,
মিছে-মিছে কাঁদে প্রাণ
মুক্তিই দেবে অবসান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক